সারা বিশ্বে মহামা’রীতে ছড়িয়ে পড়া করো’নাভাই’রাস নিয়ে আতঙ্কে আছে ইউরোপ-আ’মেরিকার মতো উন্নত দেশগুলো। এসব দেশগুলোতে মৃ’ত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। করো’নার এ মহামা’রী ঠেকাতে ইতিমধ্যেই অনেক দেশ



টীকা তৈরির কাজ শুরু করে দিয়েছে। অনেক দেশ সফল পরীক্ষার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। চীন ইতিমধ্যে তিনটি টীকা মানব দেহে পুশের অনুমতি দিয়েছে। এর একটি টীকা পরীক্ষার দ্বিতীয় ধাপে রয়েছে। খুব শিগগিরই কী’ পাওয়া যাচ্ছে করো’নাপ্রতিরোধী টিকা? এমন প্রশ্ন বিশ্বের প্রায় দেশের। তবে এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভিন্ন কথা। তারা বলছে টিকা এখনই নয়, এটি পেতে সময় লাগবে এক বছর বা তার বেশি।



মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইতালি ও স্পেনসহ ইউরোপের কয়েকটি জায়গায় কোভিড -১৯ এর নতুন আ’ক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও ব্রিটেন এবং তুরস্কে এখনও এর প্রকোপ বাড়ছে। জেনেভায় এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মা’র্গারেট হ্যারিস বলেন,



এটি গোটা বিশ্বে প্রাদুর্ভাব ছড়িয়েছে। ইউরোপ ও আ’মেরিকা থেকে ৯০ শতাংশ আ’ক্রান্তের খবর আসছে।সুতরাং আম’রা অবশ্যই এর এখনো শিকড় দেখতে পাচ্ছি না। ভ্যাকসিন নিয়ে হ্যারিস বলেন, আম’রা সত্যিকার অর্থে ১২ মাস বা তার বেশি সময় ছাড়া ভ্যাকসিন দেখার আশা করা উচিত না। এ সময় সদস্য দেশগুলোকে কোনো এলাকা লকডাউনের আওতায় আনার আগে ছয়টি পদক্ষেপ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বসহকারে উল্লেখ করেন।



তিনি বলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ আপনার সংক্রমণ নিয়ন্ত্রণ।তিনি এই মুহূর্তে যু’ক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি সংক্রমক দেশ হিসেবে উল্লেখ করেন।পাশাপাশি দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় দাতা বলেও জানান হ্যারিস। এদিকে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ভ’য়েচ কনফারেন্সে বলেন, মা’র্কিন যু’ক্তরাষ্ট্র জাতিসংঘের এ সংস্থাটিকে প্রতিনিয়ত অনুদান চালিয়ে যাবে। তা সত্ত্বেও মা’র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প কোভিড-১৯ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনা নিয়ে সমালোচনা করেছেন। সূত্র: রয়টার্স



এবার রমজানে জামাতে তারাবি স্থগিত করল সৌদি আরব
সৌদি আরবে আসন্ন রমজানে ম’সজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত ঘোষণা করেছে দেশটির সরকার। রোববার দেশটির ইস’লামবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর দিয়েছে গালফ নিউজ। ধারণা করা হচ্ছে, ম’ক্কা ও ম’দিনা ম’সজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু থাকবে, অন্য ম’সজিদে জামাত অনুষ্ঠিত হবে না। সৌদির ইস’লামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ করো’নাভাই’রাস শেষ না হওয়া পর্যন্ত ম’সজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।



সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আলে শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল- পাঁচ ওয়াক্ত নামাজের জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমা’র সেটা করতে বাধ্য হয়েছি। ওম’রাহও বন্ধ রাখা হয়েছে। আম’রা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি আম’রা নিজেদের সুস্থতার জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করব।



এ ছাড়া কারও জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সৌদি মন্ত্রী। তিনি বলেন, গণজমায়েত এড়াতেই আম’রা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। দ্য ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়েছে, রোববার সৌদি আরব করো’নাভাই’রাসের বিস্তার মোকাবিলায় সারা দেশে কারফিউয়ের মেয়াদ অনির্দিষ্ট’কালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে।