Breaking News

মে মাসের ১২ তারিখ করো’না বিদায় নিবে?

তারকা উঠবেঃ করো’না বিদায় নিবে! না বুঝার কারণে কারো কারো ঈ’মান ইতিমধ্যে বিদায় নিয়েছে! একটা তারকাপুঞ্জ আছে, যার আরবি নাম সুরাইয়া। যেটাকে বাংলায় কৃত্তিকা বলে, ইংরেজিতে বলে Pleiades। মে মাসের দ্বিতীয় স’প্ত াহে এর উদয় ভোরে হয়। ওই সময় এই তারকার উদয়ে মানুষের উপর থেকে ব্যাধি বিদায় নিয়ে চলে যেতে পারে বলে একটা হাদিস আ’লোচিত হচ্ছে।

ই’মাম আত তাহাওয়ী তার “শারহু মুশকিলুল আসার” গ্রন্থে ই’মাম আবু হানিফা রাহি.এঁর সনদে একটা হাদীস নিয়ে এসেছেন। এই হাদীসকে তিনি দূর্বোধ্য হাদীস হিসেবে উল্লেখ করেছেন। এবং অ’ত্যন্ত গভীর পান্ডিত্য দিয়ে তার বিশ্লেষণ করেছেন। হাদীসটাতে আবু হুরায়রা (রা) বলেন, রাসূল (সা) বলেছেন, “যখন তারাটি উঠবে, তখন প্রতিটি শহরবাসী থেকে ব্যাধি উঠিয়ে নেয়া হবে”।

ই’মাম আততাহাওয়ী বলেন, এই হাদীস নিয়ে ভাবতে যেয়ে আমি এই তারকার সন্ধান করা শুরু করলাম। কয়েকটা হাদীস নিয়ে গবেষণা করতে যেয়ে আব্দুল্লাহ ইবনে উমা’রের হাদীসের সন্ধান পেলাম। তিনি বলছেন, ‘মহানবী (সা) ব্যাধি চলে যাওয়ার আগে ফল বিক্রি করতে নিষে’ধ করেছেন’। বর্ণনাকারী উসমান বলেন, আমি ইবনে উমা’রের কাছে জিজ্ঞেস করলাম, কখন যাব’ে সেই ব্যাধি। তিনি বললেন, ঐটা সুরাইয়া তারকাপুঞ্জ উদয়ের পর।

আবু হুরায়রা রা. বর্ণিত আরেকটা হাদীস আছে যেখানে মহানবী (সা) বলছেন, “সকালে তারকা’টা উঠলে মানুষদের মাঝে ছড়িয়ে পড়া ব্যাধি আল্লাহ উঠিয়ে নেন, অথবা কমিয়ে দেন”।

এরপর ই’মাম আততাহাওয়ী আবু হুরায়রার আরেকটি হাদীস উল্লেখ করেন যেখানে বলা হচ্ছে, মহানবী (সা) বলেন,

إِذَا طَلَعَتِ الثُّرَيَّا صَبَاحًا رُفِعَتِ الْعَاهَةُ عَنْ أَهْلِ الْبَلَدِ

যখন সকালে সুরায়্যাহ উদিত হয় তখন দেশের অধিবাসী ‘হতে রোগ বালাইয়ের প্রকো’প উঠানো হয়। হাদীসের ঈ’মামগন হাদীস গু’’লিকে বলেছেন যয়ীফ তথা দূর্বল।(সনদগত বিশ্লেষণের প’দ্ধতিতে) তবে ই’মাম তাহাওয়ীর সনদগু’লো বিবেচনা করলে হুট করে সবগু’’লিকেই যঈফ বলা যায়না।

বরং ই’মাম আহমা’দের মু’সনাদের হাদীস, ই’মাম মুহা’ম্মা’দের “আল-আ’সার”এর হাদীস, এবং খেজুর বিক্রি সংক্রা’ন্ত সব হাদীস গু’লো একত্রে আনলে আবু হুরায়রার হাদীসকে হাসান সাব্যস্ত করা যায়, এবং ইবন উমা’রের হাদীসকে সহীহ মানতে হয়। (একটু লম্বা হচ্ছে তবুও হাদীসের মুলপাঠ নিচে দিলাম)

ই’মাম আহমা’দ তাঁর মু’সনাদের মধ্যে উল্লেখ করেছেন এবং ই’মাম বুখারীর শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ্। হাদীসটি হলো :

عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللّٰہِ بْنِ سُرَاقَۃَ قَالَ: سَاَلْتُ ابْنَ عُمَرَ عَنْ بَیْعِ الثِّمَارِ فَقَالَ: نَہٰی رَسُوْلُ اللّٰہِ ‌صلی ‌اللہ ‌علیہ ‌وآلہ ‌وسلم عَنْ بَیْعِ الثِّمَارِ حَتّٰی تَذْھَبَ الْعَاھَۃُ، فَقُلْتُ: وَ مَتٰی ذَاکَ؟ قَالَ: حَتّٰی تَطْلُعَ الثُّرَیَّا۔’

‘উসমান ইবনে আবদুল্লাহ্ ইবনে সুরাক্বাহ্ ‘হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমা’রকে ফসল বিক্রি স’ম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, রাসূল (স.) ‘আহা’ যাওয়ার আগে ফসল (গাছের ফল) বিক্রি করতে নিষে’ধ করেছেন। আমি জোজ্ঞেস করলাম এটি কখন? তিনি বললেন, সুরাইয়্যা উদিত হওয়া পর্যন্ত।’ (মু’সনাদে আহমা’দ-৫১০৫)

ই’মাম মু’সলিম (রাহ.) ও এমন একটি হাদীস উল্লেখ করেছেন। হাদীসটি হলো:

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى أَوْ نَهَانَا رَسُولُ اللَّهِ صلی اللہ علیہ وسلم عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ.

জাবের (রা.) ‘হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূল (স.) ফল পাকার আগে (অর্থাৎ খা’রাপ আব হাওয়া ‘হতে মুক্ত না হওয়া পর্যন্ত) বিক্রি করতে নিষে’ধ করেছেন।’

আরো একটি হাদীসে আম’রা দেখতে পাই, রাসূল (স.) বলেছেন:

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صلی اللہ علیہ وسلم نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى يَزْهُوَ وَ عَنِ السُّنْبُلِ حَتَّى يَبْيَضَّ وَ يَأْمَنَ الْعَاهَةَ نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ

‘ইবনে উমা’র (রা.) ‘হতে বর্ণিত যে, রাসূল (স.) খেজুর লাল বা হলুদ রং ধারণের পূর্বে বিক্রি করতে নিষে’ধ করেছেন। (কারণ ফল যখন লাল বা হলুদ রং ধারণ করে তখন খা’রাপ আবহাওয়া ‘হতে নিরাপদ থাকা নিশ্চিত হয়ে যায়)।

অনুরূপভাবে শীষটি যতক্ষণ না সাদা হয়ে যাব’ে এবং খা’রাপ আবহাওয়া ‘হতে নিরাপদ না হয়ে যাব’ে ততক্ষণ পর্যন্ত ধান-গম সহ যাব’তীয় ফসল ক্রেতা বিক্রেতাকে বিক্রি করতে এবং ক্রয় করতে নিষে’ধ করেছেন।’(ঠকে যাওয়া বা ঠকানোর সম্ভাবনা থাকে)

যা হোক এই হাদীসগু’লোর সাধারণ আলোচনা ছিলো একটু ভিন্ন। (কেনো বলছি, আরেকবার পড়ে দেখু’ন।ইস’লাম বিদ্বেষীরা যেনো আমা’দের অ’তি আবেগী কথায় ফাঁ’ক খুজে না বের করে) তা হলো আরব পঞ্জিকায় শীতকাল শুরু হয় ইংরেজির অক্টোবরের মাঝামাঝি থেকে। ঐ সময়ে সুরাইয়া নামের এই নক্ষত্রপুঞ্জ সন্ধ্যার পর উদয় ‘হতে থাকে। রাত গভিরে তখন এই তারা খুব সহ’জে দেখা যায়।

এভাবে আস্তে আস্তে সূর্য তার উদয়স্থল পরিবর্তন করে উত্তর গো’লার্ধের দিকে সরতে থাকে, ফলে গাছে গাছে অংকুরোদ্গম ‘হতে থাকে। ঘাষে বনজে বনফুলের সমা’রোহ শুরু ‘হতে থাকে। আর ভাই’রাসের সংক্রমনও বাড়তে থাকে সমান্তরালে।

এভাবে চলতে চলতে এপ্রিল আসার পর সূর্য আরব অঞ্চলে মোটামুটি জো’র পায়। সুরাইয়ার উদয় হয় তখন শেষ রাতে। এই ভাবে মে মাসের ১২ তারিখের দিকে তার উদয় আসে ফজরের পর। Specialist of Astronomy বা জ্যোতির্বিজ্ঞানের বিশেষজ্ঞদের মতে সেই সুরাইয়্যা তারাটি আগামী ১২ ই মে এবছরে উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সময় আরব দেশে মা’রাত্মক গরম শুরু হয়। উত্তর ও দক্ষিণ গো’লার্ধে শুরু হয় উষ্ণতার আবহ। ফলে পরিবেশ হয়ে ওঠে অনেকটা ভাই’রাস(যা প্রত্যেক বছরেই হয়ে থাকে) মুক্ত। কারণ গরমে ভাই’রাস ব্যাক্টেরিয়া বাড়তে ক’ষ্ট পায়।(যেগু’’লি ঠান্ডা এবং শীতে দীর্ঘ সময় বেঁচে থাকার উপযু’ক্ত)

ভালো করে বুঝুনঃআমা’দের নবী (সা) ঐ টাই বুঝিয়েছেন তার হাদীস গু’লোতে। তিনি মূলতঃ এখানে দুইটা বি’ষয়ের অবতারণা করেছেনঃ

১- মে মাসে সুরাইয়ার উদয়কে ফসল সুন্দর হবার ক্ষণ হিসেবে নির্ধারণ করেছেন। ঐ সময় খেজুর বিক্রির জন্য ভাল, কারণ খেজুরে কোন ব্যাধি ও শষ্যে কোন পোকা থাকেনা। কাজেই মে মাসের পর থেকেই খেজুর কেনা বেচার মওসুম ধার্য্য হলে ক্রেতা বিক্রেতা দুই জনেই সমস্যা মুক্ত হবে।

Check Also

এই ছোট্ট মেয়ে পেলেন বিশ্বের সেরা সুন্দরী শিশুর শিরোপা, রইল তার আসল পরিচয়

নীল চোখের ছোট্ট পরী সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জন্মানোর পর থেকেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *