Breaking News

মাত্র চাঁদ দেখা গেছে, যিলকদ মাস শুরু,যেদিন ঈদুল আযহা

বাংলাদেশের আকাশে সোমবার ১৪৪১ হিজরি সনের পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখা গেছে।ফলে পবিত্র যিলকদ মাস গণনা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত

জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: হামিদ জমাদ্দার। সভায় চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া

অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) এস এম হুমায়ুন কবির সরকার, সিনিয়র উপ-প্রধাান তথ্য কর্মকর্তা (প্রেস) মো. শাহেনুর মিয়া, ঢাকা জেলার এডিসি (সাধারণ) মোঃ শহিদুজ্জামান,

বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ , বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোঃ আবদুল মান্নান, সরকারি আলিয়া

মাদ্রাসার অধ্যক্ষ মো: আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূর্যগ্রহণ: সালাতুল কুসুফ আদায় সুন্নত

আজ সূর্যকে ঢেকে দেবে চাঁদ। সূর্যগ্রহণের সময় সালাতুল কুসুফ আদায় সুন্নতে মুয়াক্কাদা। রোববার বেলা ১১টা ১৭ মিনিট থেকে দুপুর ২টা ৫৫ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ দেখা যাবে দেশের আকাশে।

বুখারী ও মু’সলিম শরীফের বর্ণনা মতে, সূর্যগ্রহণের সময় নামাজ বা সালাতুল কুসুফ আদায় করা সুন্নাত। রাসুল (সা.) নিজে এই নামাজ আদায় করতেন এবং সাহাবীদের নামাজ আদায় করতে বলতেন। এই নামাজ স্বাভাবিক নামাজের মতোই দুই রাকাত, দুই রাকাত করে আদায় করতে হয়। তবে এই নামাজের সুরাগুলো যত বেশি সম্ভব দীর্ঘ পড়া উচিত।

সম্ভব হলে গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত। এছাড়া সিজদাগুলোও দীর্ঘ সময় ধরে দিতে হয়। এ সময় তাওবা করতে হবে। আল্লাহ যাতে এই করো’না মহামা’রিসহ সব বিপদ থেকে আমাদের হেফাজত করেন।

Check Also

পুকুর সেঁচে পাওয়া গেলো বড় বড় ইলিশ!

ভোলায় চরফ্যাশন উপজেলার একটি পুকুর সেঁচে মিলেছে বড় সাইজের ৮টি ইলিশ মাছ। প্রতিটি ইলিশের ওজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *