Breaking News

ল’কডাউনে রেকর্ড সংখ্যাক গ’র্ভধারণ!

আর মাত্র তিন দিন পর বিশ্বজুড়ে পারিত হবে ‘আন্তর্জাতিক মাতৃ দিবস’। দিবসটির আগে একটি বিবৃতি দিয়েছে ইউনাইটেড ন্যাশনস চিল্ড্রেনস ফান্ড (ইউনিসেফ)। সেখানে পৃথিবীতে আগামী ৪০ সপ্তাহে কত শি’শু জ’ন্ম নেবে তার তথ্য তুলে ধ’রা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সারা পৃথিবী জুড়ে মা’র্চ থেকে ডিসেম্বরের ৪০ সপ্তাহে জ’ন্ম নিতে চলেছে ১১ কোটি ১৬ লাখ নতুন মানব সন্তান। এর মধ্যে শুধু ভারতেই জ’ন্ম নেবে ২ কোটি এক লাখেরও বেশি শি’শু। অর্থাৎ প্রতিদিন ৭৪ হাজারের বেশি নারী গর্ভধারণ করছেন।

কিন্তু করো’না প’রিস্থিতিতে ভারতে লকডাউন চলছে। গত মা’র্চ থেকে এই লকডাউন এখনো অব্যা’হত। ইউনিসেফের বলছে, সেই সময় থেকে আগামী ৯ মাসের মধ্যে ভারতে রেকর্ড সংখ্যক সন্তানের জ’ন্ম হবে। দেশটিতে এখন সন্তান সম্ভবা অ’ন্তত ২ কোটি মা।

জাতিসংঘের শাখা ইউনিসেফ বুধবার (০৬ মে) এই বিষয়টি নিয়ে গ’ভীর উদ্বেগ প্র’কাশ করেছে। করো’না র দিনগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণ স’স্পর্কিত কার্যক্রমগুলো আগের মতো নেই।অ’ন্তঃস’ত্ত্বা মা ও গর্ভের সন্তান প্রয়োজনীয় চিকিৎ’সাসেবা নাও পেতে পারেন বলে আশ’ঙ্কা প্র’কাশ করেছে তারা।

এই গ্রামে পু'রুষদের প্রবেশ নিষেধ, তবু’ও মা হচ্ছেন নারীরা!

গ্রামটিতে কোনো রকম পু'রুষের প্রবেশ নিষেধ। ১৫ জন নারী থেকে আজ সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ২৫০ জনে। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া, গার্হস্থ্য হিংসা আর নি’র্যাত’নে বাড়ি থেকে বের করে দেয়া কিংবা ধ’র্ষণে’র শিকার হয়েছেন এমন নারীদের ঠাঁই হয়েছে এই গ্রামে।

নারীরা মনে করেন তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় এই গ্রাম। আর অসহায় নারীদের জন্য এই গ্রামের দরজা সবসময় খুলে রেখেছেন বাকিরা। গ্রামটির নাম উমোজা। এটি দক্ষিণ কেনিয়ার ছোট একটি জনপদ। ২৭ বছর ধরে এখানে শুধু নারীদের বাস।

কাঁটাতারে ঘেরা এই গ্রামে ছেলেদের প্রবেশ নিষেধ। কেন? তাহলে ফিরে যেতে হবে ১৯৯০ সালে। সেই সময় ব্রিটিশদের হাতে গণ’ধর্ষ’ণের শিকার হন এখানকার ১৫ নারী। এরপর তারা ঠিক করেন গ্রামের একপ্রান্তে নিজেদের মতো জনপদ তৈরি করে থাকবেন।

শুধু মেয়েরাই নন, তাদের সন্তানরাও রয়েছেন সঙ্গে। এবার প্রশ্ন হলো- যে গ্রামে পু'রুষের প্রবেশ নিষেধ সেখানে নারীরা কীভাবে পু'রুষের সাহায্য ছাড়াই সন্তানের জন্ম দিচ্ছেন। গ্রামে যেহেতু পু'রুষের প্রবেশ নিষেধ তাই পছন্দের পু'রুষের সঙ্গে যৌ’নমিল’নের জন্য রাতের বেলা অন্য গ্রামে যান নারীরা।

তবে বাইরের কোনো অতিথির সঙ্গে যৌ’নমিল’ন করতে পারবেন না তারা এমনও নিয়ম রয়েছে। তারা তাদের গ্রাম সাম্বুরুতে নিজেরাই গড়ে তুলেছেন স্কুল, কালচারাল সেন্টার এবং সাম্বুরু ন্যাশনাল পার্ক।তাদের নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে।

নিজেরা গয়না এবং ঘরসাজানোর নানা দ্রব্য বানিয়ে তা যেমন অনলাইনে বিক্রি করেন তেমনই পর্যটকদের কাছেও বিক্রি করেন। বহু পর্যটক আসেন এই গ্রাম ঘুরতে। তাদের জঙ্গলসাফারি, মিউজিয়াম ঘুরে দেখানোর দায়িত্বও থাকে নারীদের হাতে।

আসার আগে অনলাইনে বুকিং করতে হয়।উমোজায় প্রবেশের আগেই সেই টিকিট এবং প্রবেশমূল্য জমা দিলে তবেই মেলে গ্রামে ঢোকার ছাড়পত্র। সেই সঙ্গে তাদের প্রাথমিক বিদ্যালয়, জীবনযাত্রা আর সংস্কৃতির সঙ্গেও পরিচয় করান নারীরা।

উমোজায় নারীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। নিজেদের মতো করে রাজত্ব তারা গড়ে নিয়েছেন। আর সবাই খুশি এমন সুন্দরভাবে জীবন উপভোগ করতে পেরে। সেই সঙ্গে হিংসা নামক শব্দটিকেও তারা ভুলতে পেরেছেন জীবন থেকে।

Check Also

স্ত্রী হিসেবে মোটা মেয়েরা সবচেয়ে বেশি ভালো! কেন জানেন?

স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে শতকরা ৯০ শতাংশ পু'রুষেরই পছন্দের তালিকায় রোগা মেয়েরা থাকে। তাদের মধ্যে ধারণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *