Breaking News

পুরুষদের যে ৬টি জিনিসকে ‘গো’পনে’ ভালবাসে নারীরা!

পুরুষদের ঠিক কোন জিনিসগু’লি আকৃষ্ট করে মেয়েদের? নিজে’র প্রেমিক বা স্বামীর ব্য’ক্তিত্বের কোন দিকটি তাঁদের সবথেকে বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তর দেওয়া ক’ঠিন, কারণ এক এক জনের পছন্দ এক এক রকম। কিন্তু স’ম্প্রতি লাইস্টাইল ইভেন্ট গ্রুপ ফেমিয়ানা-র দ্বারা পরিচালিত একটি সমীক্ষার ফলাফলে উঠে এসেছে একটি অদ্ভুত তথ্য।

সমীক্ষাটির লক্ষ্য ছিল, পুরুষদের প্রতি মেয়েদের আক’র্ষণের কয়েকটি গো’পন কে’ন্দ্রবিন্দুকে আবিষ্কার করা, অর্থাৎ এমন কয়েকটি বিষয়—পুরুষদের ব্য’ক্তিত্বের যে দিকগু’লি অপছন্দ করার ভান করেন মেয়েরা, কিন্তু মনে মনে আ’সলে সেগু’লি পছন্দই করেন। ৬৭২৯ জন মহিলাকে প্রশ্ন করার পর সমীক্ষার ফলাফল স্বরূপ সংস্থাটি প্র’কাশ করেছে মেয়েদের এমন ২০টি ‘গো’পন’ ভাললা’গার কথা। এখানে রইল সেই তালিকার প্রথম ৬টি বিষয়—

‘ও তো কোনও বিষয়ে আমা’র প’রামর্শই চায় না’: স্বামী বা প্রেমিক স’স্পর্কে চিরচেনা অ’ভিযোগ। কিন্তু আদপে অন্য কারোর প’রামর্শ ছাড়াই সিদ্ধা’ন্ত নেওয়ার উপযুক্ত মা’নসিক দৃঢ়তা একজন পুরুষের মধ্যে মেয়েরা পছন্দই করেন।

‘আমি যখন কথা বলব, তুমি চুপ করে থাকবে’: প্রেমিক বা স্বামীর স’ঙ্গে ঝগড়ার সময়ে মেয়েরা অনেকেই রেগে গিয়ে এই কথা বলেন। কিন্তু তার অর্থ এই নয় যে, তিনি সত্যিই চাইছেন তাঁর সঙ্গীটি মুখ বুজে থাকুক। বরং ত’র্ক, এবং যুক্তির বিপক্ষে প্রতিযুক্তিই যে কোনও স’মস্যা সমাধানের সবচেয়ে কা’র্যকর উপায় তা জা’নেন যে কোনও বুদ্ধিমতী। কাজেই সঙ্গীর ত’র্কশীলতাকে মনে মনে তাঁরা পছন্দই করেন।

ওর তো সাত চড়ে রা নেই’: হ্যাঁ, ত’র্ক করা ভাল, কিন্তু তা বলে র’ক্তচক্ষু হয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করা মোটেই কাজে’র কথা নয়। অনেক পুরুষ ভাবেন, তর্জন-গর্জনেই বুঝি পৌরুষের প্র’কাশ, ওটাই বুঝি পছন্দ করেন মেয়েরা। একেবারে ভুল। বরং ঝগড়ার মুহূ’র্তেও, সঙ্গিনীর কুবাক্য শুনেও মাথা ঠান্ডা রাখতে পারেন যিনি, তিনিই আক’র্ষণীয় পুরুষ। আপনার এই শীতলতা নিয়ে আপনার সঙ্গিনী কখনও-সখনও কটাক্ষ করলেও, জানবেন, মনে মনে আপনার এই স্বভাব তিনি পছন্দই করেন।

‘আবার ব’ন্ধুদের স’ঙ্গে আড্ডা দিতে বেরিয়ে গেছে!’: স্বামী বা প্রেমিক নিজে’র ব’ন্ধুদের স’ঙ্গে আড্ডা দিচ্ছে বা ঘুরছে—এমনটা দেখলে/জানতে পারলে, মুখে মেয়েরা যতই অসন্তোষ প্র’কাশ করুন না কেন, মনে মনে খুশিই হন। আ’সলে ছেলেরা একটু সামাজিক হোক, অন্য ব’ন্ধুদের (অবশ্যই ছেলে ব’ন্ধু) স’ঙ্গে আড্ডা মা’রুক, সময় কাটাক—এটা মেয়েরা ভালই বাসেন। সমাজবি’চ্ছিন্ন একলা পুরুষের সঙ্গ তাঁদের নাপসন্দ।

সারাক্ষণ স্পোর্টস চ্যানেল খু’লে বসে থাকো কেন?’: দাম্পত্য জীবনে স্বামীর প্রতি স্ত্রীয়ের চেনা অ’ভিযোগ। আদপে কিন্তু মেয়েরা খেলাধুলো, দৌড়ঝাঁপ ব্যাপারটাকে যথেষ্ট পুরুষালি বলে মনে করেন। সেই কারণেই মেয়েদের মধ্যে নামজাদা খেলোয়াড়দের এত জনপ্রিয়তা। নিজে’র কর্তাটি খেলতে না পারুক, অ’ন্তত খেলা দে’খতে ভালবাসে—এই ভাবনা মনে মনে শান্তি দেয় অধিকাংশ মহিলাকেই।

ও তো নিজে’র মনের কথা বুঝতেই দেয় না’: কথাটা অ’ভিযোগের সুরে বলা হলেও, নিজে’র মনের ভাব নিজে’র মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারাটা একজন পুরুষের মা’নসিক দৃঢ়তার পরিচায়ক বলেই মনে করেন মেয়েরা। তার অর্থ এই নয় যে, নিজে’র ভাল লা’গা, খা’রাপ লা’গা কোনও কিছুই নিজে’র সঙ্গিনীর স’ঙ্গে শেয়ার না করলে তাঁরা খুশি হবেন। তবে দু’শ্চিন্তা, কিংবা শো’কের আবেগ যাঁরা বেশি প্র’কাশ করেন না, সেইসব পুরুষকে পছন্দই করেন মেয়েরা।

Check Also

স্ত্রী হিসেবে মোটা মেয়েরা সবচেয়ে বেশি ভালো! কেন জানেন?

স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে শতকরা ৯০ শতাংশ পুরুষেরই পছন্দের তালিকায় রোগা মেয়েরা থাকে। তাদের মধ্যে ধারণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *