মাগুরা’য় সুদের টাকা প’রিশোধ ে ব্য’র্থ হয়ে এক পাষণ্ড স্বা’মী তার স্ত্রীকে ঋণদাতার হাতে তুলে দিয়েছেন বলে অ’ভিযো’গ পাওয়া গেছে। পরে পাওনাদার ইসমাইল ওই গৃ’হব’ধূকে জো’র’পূর্বক ধ’র্মান্তরিত ক’রে বিয়েও ক’রেন।



এরপর তার ওপর চলতে থাকে মা’নসিক ও শা’রীরিক নি’র্যা’ত’ন। নি’র্যা’তনে’র হাত থেকে বাঁচতে এক পর্যায়ে সুদখোর স্বা’মীর বাড়ি থেকে পা’লি’য়ে তাকে তা’লা’ক দেন ওই গৃ’হব’ধূ। তারপরও ওই নারীর পিছু ছাড়ছে না ওই ব্য’ক্তি। বাধ্য হয়ে বিষয়টি মীমাংসার জন্য ওই নারী দারস্থ হয়েছেন জে’লা লিগ্যাল এইড ক’র্মকর্তার কাছে।



তবে প্রথম স্বা’মী বলছেন’ তিনি নিজ ইচ্ছায় তার স্ত্রীকে পাওনাদারের হাতে তুলে দেননি। বরং দা’বিকৃত সুদের টাকা দিতে না পারা’য় পাওনাদার তার স্ত্রীকে জো’র’পূর্বক তুলে নিয়ে যান।এদিকে অ’ভিযু’ক্ত ইসমাইল বলেন’ স্বেচ্ছায় ওই নারী তাকে বিয়ে ক’রেছেন। উভ’য় পক্ষের সম্মতিতে বর্তমানে জে’লা লিগ্যাল এইড ক’র্মকর্তা জটিল এই বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।



তবে মীমাংসা চলমান থাকায় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য ক’রতে রাজি হননি জে’লার লিগ্যাল এইড ক’র্মকর্তা।এদিকে জে’লা মহিলা পরিষদের নেত্রী বলছেন’ বর্তমান যুগে বিষয়টি অকল্পনীয়। তারা ওই অস’হায় নারীর পাশে থেকে তাকে সহায়তার করবেন। সদর উপজে’লার মনিরামপুর গ্রামের নি’র্যা’তি’তা ওই নারী জা’নান’



৮ বছর আগে তার বিয়ে হয় পার্শ্ববর্তী মহম্মদপুর উপজে’লার রাজাপুর গ্রামের পান ব্যবসায়ী সুজয় বিশ্বা’সের স’ঙ্গে । বিয়ের এক বছর পর তাদের একটি কন্যা সন্তান জ’ন্ম হয়।ছোটখাট টানাপোড়েন থাকলেও সন্তান ও স্বা’মীকে নিয়ে তারা ভালোভাবেই সংসার জীবন অতিবাহিত করছিলেন।



বছর দু’য়েক আগে হ’ঠাৎ ক’রে তিনি জানতে পারেন একই এলাকার ইসমাইল মন্ডলের কাছ থেকে তার স্বা’মী সুদে টাকা ধার নিয়েছেন। ইসমাইলের দা’বি অনুযায়ী সুদে আ’সলে যার পরিমাণ ৯ লাখ টাকা। ইসমাইল তার স্বা’মীকে টাকার প’রিশোধ ের জন্য নানাভাবে চা’প সৃষ্টি করছেন।



মূল টাকা প’রিশোধ করলেও তার স্বা’মী দা’বিকৃত মোটা অংকের সুদের টাকা প’রিশোধ ে ব্য’র্থ হয়। এক পর্যায়ে ইসমাইল টাকা দিতে না পারলে স্ত্রীকে (তাকে) তার হাতে তুলে দিতে বলেন। ইসমাইলের চা’পে প’ড়ে ডাক্তার দেখানোর কথা বলে তাকে তার স্বা’মী যশোর নিয়ে ইসমাইলের হাতে তুলে দেন।



এরপর তাকে ধ’র্মান্তরিত ক’রে ইসমাইল বিয়ে ক’রে প্রথমে ঢাকা নিয়ে একটি বাসায় আ’টকে রাখে স্বা’মী-স্ত্রী হিসেবে বসবাস ক’রেন। মাস দু’য়েক পর ইসমাইল তাকে মাগুরা’য় তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে ইসমাইল এবং তার প্রথম স্ত্রী ও ছেলে ওই নরীর ওপর নানাভাবে মা’নসিক ও শা’রীরিক নি’র্যা’ত’ন শুরু ক’রে।



তাদের নি’র্যা’ত’ন সহ্য ক’রতে না পেরে তিনি প্রা’য় পাঁচ মাস আগে সেখান থেকে পা’লি’য়ে আসেন এবং ইসমাইলকে দুই মাস আগে তা’লা’ক দেন। বর্তমানে তিনি মাগুরা শহরে এক নারীর আশ্রয়ে থেকে একটি ক্লিনিকে সেবিকার চাকরি ক’রে জীবিকা নির্বাহ করছেন।



তবে তা’লা’ক দিলেও ইসমাইল তার পিছু ছাড়ছেন না। ফোনেসহ তার ক’র্মস্থলে এসে নানাভাবে ভ’য়ভীতি দেখাচ্ছেন। এ অব’স্থায় তিনি ইসমাইলের হাত থেকে মু’ক্তি পেতে জে’লা লিগ্যাল এইড অফিসে বিষয়টি মীমাংসার জন্য আবেদন ক’রেছেন।ওই নারীর প্রথম স্বা’মী সুজয় বিশ্বা’স দা’বি ক’রেন’ তিনি ইসমাইলের কাছ থেকে যে টাকা নিয়েছিলেন’



তা প’রিশোধ ক’রে দেন। তারপরও ইসমাইল তার কাছে সুদে আ’সলে ৯ লাখ টাকা দা’বি ক’রেন। দা’বিকৃত টাকা দিতে ব্য’র্থ হওয়ায় ডাক্তার দেখাতে গেলে ইসমাইল যশোর থেকে তাকে মা’রধ’র ক’রে স্ত্রীকে জো’র’ ক’রে তুলে নিয়ে যায়।



তবে অ’ভিযু’ক্ত ইসমাইল বলেন’ তার বি’রুদ্ধে ওঠা সব অ’ভিযো’গ মি’থ্যা। তিনি সুদের ব্যবসা ক’রেন না। ওই নারীকে তিনি জো’র’ ক’রে তুলে নিয়ে বিয়ে ক’রেননি। সে স্বেচ্ছায় ধ’র্মান্তরিত হয়ে তাকে বিয়ে ক’রেছে। এখন তিনি তার স্ত্রীকে ফি’রে পেতে চান।



এ বিষয়ে জে’লা লিগ্যাল এইড-এর আ’ইনজীবী নারী নেত্রী অ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী বলেন’ আ’ইনগতভাবে তালক দিলে কোনো নারীকে তার স্বা’মী আর স্ত্রী হিসেবে দা’বি ক’রতে পারেন না। তাছাড়া তা’লা’ক দেয়ার ৯০ দিনের মধ্যে তা এমনিতেই কা’র্যকর হয়ে যায়। তা’লা’ক দেয়ার পরও যদি কোনো ব্য’ক্তি তার সাবেক স্ত্রী উ’ত্য’ক্ত বা ভ’য়ভীতি প্রদ’র্শন ক’রেন’ তবে সেটা বড় ধ’রনের ফৌজদারী অপরাধ হিসেবে বিচেচিত হবে।



জে’লা মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম বলছেন’ বর্তমান সময়ে সুদের কারণে একটি নারীর ওপর যে অ’ন্যা’য়’ অত্যাচার ক’রা হয়েছে তা অকল্পনীয়। নারী কোনো ভোগ্যপণ্য বা সম্পদ নয়’ যা অর্থের বিনিময়ে হস্তান্তর ক’রা যায়। মহিলা পরিষদ অস’হায় ওই নারীর পাশে থেকে তাকে সহায়তা প্রদান করবে। ওই নারী চাইলে দোষীদের বি’চারের মু’খোমুখি ক’রা হবে।



জে’লা পু’লিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান বলেন’ ওই নারী এ ঘ’টনায় পু’লিশের কাছে কোনো অ’ভিযো’গ ক’রেননি। তিনি অ’ভিযো’গ করলে পু’লিশ আ’ইনগত ব্যব’স্থা নেবে বলেও নি’শ্চিত ক’রেছে পু’লিশের এ ক’র্মকর্তা।