পূর্ণিমাকে এভাবে মা’রলেন তার স্বামী! ভি’ডিও ফাঁস’ শোবিজ পাড়ায় তোলপাড়! সারা বিশ্ব কাঁ’পছে করোনায়। যার মারাত্ম’ক প্রভাব পড়ল বাংলাদেশেও। এরিমধ্যে আক্রা’ন্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দিনের পর দিন আরও ভয়ংকর হচ্ছে প্রাণঘা’তী এই ভাইরাস।



এমন সং’কটে ঘরব’ন্দি মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াও পুরোপুরি নি’ষেধ। তাতে যারা নিম্ন আয়ের’ তাদের বাড়ছে হ’তাশা। গত কয়েক দিনের পরিসংখ্যান বলছে এই করোনার কারণে পারিবারিক ক’লহও বেড়ে চলছে। অভাব অনটনের জন্য অনেক স্বামী আবার তার স্ত্রীর গায়েও হাত তুলছেন।



যদিও এমন ঘটনা বাংলাদেশ নতুন নয়। তবে এই সংকটে সেটা বাড়ছে যেন পাল্লা দিয়ে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বোধ হয় তারই একটা উদাহরণ টানলেন। নিজের ইনস্টাগ্রামে দেখালেন চমৎকার অভিনয় করে। কিভাবে ঘরে ঘরে নির্যাতিত হচ্ছেন নারীরা। হয়তো তারই একটা নমুনা দেখালেন তিনি।



ভি’ডিওতে দেখা যায় পূর্ণিমা অঝো’রে কাঁ’দছেন। তার চোখে মুখে রাজ্যের হ’তাশা। এসব দেখে কেউ একজন তার কাছে জানতে চান এভাবে’ কি গো তোর জামাই তোরে এমনে মা’রলে কেরে? উত্তরে পূর্ণিমা বলেন’ ‘কইছি না আমার জামাই দুইটা সিম ব্যবহার করে। আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী ওয়ান’ আরেকটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী টু দিয়ে। শালা না বুইঝা আমারে এই মাইরডা দিসি।’



এরপরই ভি’ডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বিশেষ করে ফেসবুকে ভা’ইরাল হয়ে যায়। আর এ নিয়ে পক্ষে বিপক্ষে শুরু হয় নানা যুক্তি তর্ক। কেউ তার চোখে দেখা কোনো একটা ঘটনার কথা বর্ণনা করছেন। কেউ আবার বলছেন ভিন্ন কথা।