Breaking News

ক্ষু’ধার্ত ভেবে সাং’বাদিককে খাবার এগিয়ে দিল সিরিয়ার এই শ’রণার্থী শি’শুটি

সাদা-গো’লাপী ফ্রক পরা আলুথালু চুলের শিশুটি খাবারের প্লেট নিয়ে মাটিতে বসেছিল। জামাটি ভীষণ নোং’রা, মুখে এখনো আঘা’তের চিহ্ন। পায়ে জুতা নেই। হয়তো সে তার আপনজন হারিয়েছে, শরণার্থী শিবিরে দয়ায় বেঁচে থাকা শিশুটির এ মানবতার জন্যই ছবিটি নিয়ে আলোড়ন চলছে।

সূত্র: ইন্ডিয়া টাইমস সিরীয় শরণার্থীদের ইউরোপে পাঠানোর হু’মকি দিলেন ইন্টারনেটে সসিরিয়ার শরণার্থী শিশু ছবি ভাইরাল হয়েছে। ক্ষুধার্ত ভেবে শিশুটি নিজের খাবার এক ফটোসাংবাদিককে খাওয়ার জন্য এগিয়ে দিয়েছিল। ছবিটি সিরিয়ার শরণার্থী শিবির থেকে তোলা।এক অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকবে যা তুরস্ক একা মোকাবেলা করতে পারবে না কখনই। তুরস্কে বর্তমানে প্রায় .৫০ লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে।

বিশাল সংখ্যক এ শরণার্থীর বোঝা তুরস্ক একা বইতে পারবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল দেশটির প্রসাশন। এ বোঝা ইউরোপকেও একসাথে বহন করতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।

এরদোগানঃ সিরিয়ার ইদলিব শহরে রাশিয়ার অ’ভিযানের কারণে তৈরি হওয়া শরণার্থী সংকট তুরস্ক একা মোকাবেলা করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটিরপ্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তার দেশ নতুন এ পরিস্থিতি মোকাবেলায় সক্ষম নয় বলেও জানিয়েছেন এরদোগান। সম্প্রতি ইদলিবে রাশিয়ান সৈন্যরা নতুন করে অ’ভিযান শুরু করলে শহরটির হাজার হাজার বাসিন্দা বাস্তু্চ্যুত হয়ে পড়ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোগান।

সমুদ্র পাড়ি দিয়ে সিরিয়ান শরণার্থীদের ইউরোপে প্রবেশে ঠেকাতে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা আওতায় তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে। তবে অর্থনৈতিক এ সহযোগিতা ঠিক মতো পাচ্ছে না বলে জানিয়েছেন এরদোগান। এদিকে সিরিয়াতে কুর্দিদের বিরু’দ্ধে তুরস্কের পরিচালিত অ’ভিযানের নিন্দা জানিয়ে আসছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। তারা বলছে, উত্তর সিরিয়ায় জাতিসং’ঘের শরণার্থী সংক্রান্ত হাইকমিশনার ও ইউরোপীয় ইউনিয়ন তাদের কথা রাখেনি। তিনি বলেন, এখন, ৫০ হাজার মানুষ ইদলিব থেকে পালিয়ে আমা’দের দেশ তুরস্কে এসেছে। আমর’া ইতিমধ্যে ৪০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছি। এরমধ্যেই অতিরিক্ত ৫০ হাজার মানুষ এসেছে। সম্ভবত এর সংখ্যা আরও বাড়তে পারে

তুরস্কের এ অ’ভিযান দেশটিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। এর জবাবে এরদোগান বলেন, তুরস্কের এ পদ’ক্ষেপের নিন্দা না জানিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত ইদলিবে চলমান ‘হ’ত্যাকাণ্ড’ বন্ধ করা। এর আগে বৃহস্পতিবার কুয়ালালাপুর সামিটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেন, আমর’া সিরিয়ান শরণার্থীদের জন্য ৫ বিলিয়নের বেশি অর্থ খরচ করেছি।

ঠেকাতে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা আওতায় তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে। তবে অর্থনৈতিক এ সহযোগিতা ঠিক মতো পাচ্ছে না বলে জানিয়েছেন এরদোগান।

Check Also

যে কারণে উধাও হলো বগুড়ার সেই পুকুরের মাছ-পানি

দীর্ঘ বছরের পুরোনা পুকুর। হঠাৎ কী এমন হলো যে নিমিষেই পানি ও মাছ শূন্য হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *