Breaking News

মায়ের সামনে ল’জ্জা’য় পড়ে গিয়েছিলাম : অপু

ধ’রুন’ পা‌রিবা‌রিক আড্ডা হচ্ছে। আপনি আড্ডার ফাঁকে ফেসবুকে ব’ন্ধুদের পোস্টগুলো পড়ছেন। হ’ঠাৎ একটি ভিডিওতে চোখ আ’ট’কে গেল। কৌতূহলী হয়ে প্লে বাটন চা’পতেই নোংরা দৃ’শ্যের স’ঙ্গে অশ্লী’ল শব্দ ভেসে এলো।

কী’ করবেন সেই মু’হূর্তে? পাঠক’ এই প্রশ্নটি আপনার উদ্দেশ্যে চিত্রনায়িকা অ’পু বিশ্বা’সের। স’ম্প্রতি এমনই এক বিব্রতকর প’রিস্থিতিতে প’ড়েছিলেন তিনি। দিনকয়েক আগের ঘ’টনা। অ’পু বলেন’ ‘বাসায় বসে ফেসবুকে ব’ন্ধুদের পোস্টগুলো দেখছিলাম। হ’ঠাৎ একটি ভিডিও ক্লিপ এলো। নাট’কের দৃ’শ্য ভেবে ক্লি’ক ক’রতেই; ওমা!

কি সব আ’পত্তিকর দৃ’শ্য শুরু হলো। এর স’ঙ্গে আবার অশ্লী’ল শব্দ!’ অ’পুর স’ঙ্গে এ সময় পরিবারের অনেকেই ছিলেন। বিশেষ ক’রে মা’র সামনে অ’পু এই ঘ’টনায় ভীষণ অস্বস্তিতে প’ড়েন। অ’পুর ভাষায় ‘আমি লজ্জায় মুখ লুকাতে পারছিলাম না!’ অ’বাক ব্যাপার হলো’ ভিডিও ক্লিপটি ছিলো আমাদের দেশেরই একটি ওয়েব সিরিজে’র।

অ’পু ক্ষু’ব্ধ কণ্ঠে বলেন’ ‘এখনই এসব ব’ন্ধ ক’রা উচিত। আমাদের চলচ্চিত্রেও একটা সময় অশ্লী’লতা চূড়া’ন্ত পর্যায়ে পৌঁছেছিল। প’রিণতি সবারই জা’না। ফলটা ভালো হয়নি। সুতরাং ওয়েব সিরিজে’র নামে এই অশ্লী’লতাও ভালো ফল বয়ে আনবে না। ভালো দর্শক মুখ ফিরিয়ে নেবেই। ’

কিন্তু টেলিভিশনে নাট’ক এবং অনলাইনে ওয়েব সিরিজে কিছু পার্থক্য থাকবেই। বিশেষ ক’রে এই উন্মু’ক্ত আকাশ সংস্কৃতির কালে ওয়েব সিরিজে এমন দৃ’শ্য নতুন নয়। বিদেশে অহরহ হচ্ছে। এ প্রস’ঙ্গে অ’পুর বক্তব্য অ’ত্যন্ত স্পষ্ট। ‘এটা বাংলাদেশ। এসব আমাদের সংস্কৃতি না’ স্ম’রণ করিয়ে দিয়ে অ’পু বলেন’ ‘দেশের বাইরে ওয়েব সিরিজগুলোতে’

অন্তরঙ্গ দৃ’শ্যে অনেক নামিদামী শিল্পীকেও দেখা যায়। সেটা তাদের সংস্কৃতির স’ঙ্গে যায়।’ অ’পু উদাহ’রণ টেনে বলেন’ ‘কলকাতার বেশির ভাগ মে’য়েরা বাড়িতে হাফ প্যান্ট গেঞ্জি অনায়াসে পরতে পারে। রাত দশটার পর বাড়ির বাইরে গিয়ে ফুচকা খেতে পারে। এখানে আমি একজন সিনেমা’র নায়িকা হয়েও বাড়িতে প্যান্ট-গেঞ্জি পরতে পারি না।

বাস্তবতা উপলব্ধি ক’রতে হবে।’ তিনি আরো বলেন’ ‘আমি যখন চলচ্চিত্রে পা রাখি তখনও অশ্লী’লতা ছিলো। তখন কিন্তু আমি সেই স্রোতে গা ভাসাইনি। অন্যরা করছে বলে আম’রাও করবো এটা ঠিক নয়। আমাদের সংস্কৃতিকে আমাদেরই গু’রুত্ব দিতে হবে। এই বোধটা সবার থাকা উচিত বলে মনে করি।’

স’ম্প্রতি তিনটি ওয়েব সিরিজ প্র’কাশের পর অশ্লী’লতার অ’ভিযোগে ভীষণ স’মালোচিত হয়। অনলাইনভিত্তিক ভিডিও স্ট্রিমিং সাইট বিঞ্জ-এর প্রযোজনায় নির্মিত ওয়েব সিরিজ তিনটি হলো— ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’’ সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ এবং শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’। বিত’র্কের পর ‘বুমেরাং’ ও ‘সদরঘাটের টাইগার’ সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ‘আগস্ট ১৪’-এর আ’পত্তিকর দৃ’শ্যগুলো কর্তনের পর ‘বিঞ্জ’-এ রাখা হয়েছে।

Check Also

পুকুর সেঁচে পাওয়া গেলো বড় বড় ইলিশ!

ভোলায় চরফ্যাশন উপজেলার একটি পুকুর সেঁচে মিলেছে বড় সাইজের ৮টি ইলিশ মাছ। প্রতিটি ইলিশের ওজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *