Breaking News

আবারো আলোচনায় সেই প্রভা৷ প্রভাকে নিয়ে নতুন গুঞ্জন!

মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন ঘটে প্রভার। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কে’লেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বা’ধাপ্রাপ্ত হয়।

২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।

গাজীপুরের পুবাইলে চয়নিকা চৌধুরীর ‘পা’লিয়ে বিয়ে’ নাটকের শুটিং শে’ষে গভীর রাতে অভিনেতা অপূর্বর হাত ধ’রে প্রভা শুটিং স্পট থেকে বেরিয়ে পড়েন। পরদিন ভোরে ময়মনসিংহে তারা বিয়ে করেন। অপূর্বর সঙ্গে প্রভার সম্পর্কের ব্যাপারে মিডিয়ায় গুঞ্জন ছিল দীর্ঘদিন। কিন্ত এর আগে রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তরুণ ব্যবসায়ী রাজিব হাসানের সঙ্গে সাদিয়া জাহান প্রভার জাঁকজমকপূর্ণ বাগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে

এই গুঞ্জনের অবসান হয়। অপূর্বর সঙ্গে প্রভার পা’লিয়ে গিয়ে বিয়ের পর একের পর এক ঘ’টতে থাকে নাটকীয় সব ঘ’টনা। প্রথম দিকে অপূর্ব-প্রভার দাম্পত্য জীবন বেশ মধুর-ই ছিল। উত্তরায় অপূর্বর পরিবারিক বাড়িতেই তারা সাজিয়েছিলেন স্বপ্নের সংসার। কিন্তু বিয়ের সপ্তাহখানেক পর ইন্টারনেটের মাধ্যমে দেশে ও সারা বিশ্বে ছ’ড়িয়ে পড়ে প্রভা ও রাজিবের অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর কিছু ভিডিও ফুটেজ। এ বিষয়টি নিয়েই অপূর্ব-প্রভার দাম্পত্য জীবনে মেঘ নেমে আসে। কারণ প্রভা অপূর্বকে আশ্বস্ত করেছিল যে, রাজিবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু অন্তরঙ্গ কোনো সম্পর্ক ছিল না। এই নিয়ে বাদানুবাদের একপর্যায়ে

অপূব আর প্রভার মধ্যে হা’তাহা’তি পর্যন্ত হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে প্রভা তার বাবার সঙ্গে যোগাযোগ করে। উত্তরায় অপূর্বর বাসা থেকে প্রভাকে তার বাবা এসে নিজের জি’ম্মায় নিয়ে যান। এরপর প্রভার পরিবারের পক্ষ থেকে একাধিকবার এই দম্পতির বি’রোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও অপূর্ব তাতে সাড়া দেন নি। সবশে’ষে দুই পরিবারের সম্মতিক্রমেই তাদের মধ্যে আনুষ্ঠানিক বিয়ে বি’চ্ছেদ সম্পন্ন হয়। প্রভার পরিবারের দা’বিকৃত কাবিননামায় উল্লেখিত দেনমোহরের দশ লাখ এক টাকা অপূর্ব পরিশো’ধ করতে হয়েছে। অবশ্য এর পর আবারো দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। একটি করপোরেট কোম্পানির কর্মক’র্তা মাহমুদ শান্তর সঙ্গে নতুন জীবন শুরু করেন প্রভা। টানা তিন বছর মিডিয়া থেকে দূরে থেকে ২০১৪ সালে আবারও আসেন। অতীতের সব গ্লানি মুছে নিজেকে নতুন করে মিডিয়ার সহযাত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। শান্তকে বিয়ে

করলেও সংসার খুব বেশিদিন ক’রেননি প্রভা। এক বছরেরও বেশি সময় ধ’রে শোনা যায়, শান্তর সঙ্গে সংসার করছেন না প্রভা। পরে ডিভোর্স হয় তাদের। কয়েকটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছিলেন, প্রভার এলোমেলো চলাফেরায় বেশ বি’র'ক্ত ছিলেন শান্ত। শুটিংয়ের নামে বেশিরভাগ রাতই বাইরে কা’টাতেন প্রভা। এ নিয়ে দুজনের মধ্যে ঝ’গড়াও হয়। কিন্তু সমঝোতায় না আসায় একপর্যায়ে বি’চ্ছেদে রূপ নেয়। টানাপড়েন চলতে থাকে। এ ব্যাপারে শান্তকে জিজ্ঞেস করা হলে কোনো মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেন। এখন শোনা যাচ্ছে অন্য একজনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছেন অ’প্রচলিত কৌশলে। অনেক নাটকে অভিনয় করলেও এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি প্রভা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন প্রভা। যার কমেন্টে একজন জানতে চান জায়গার নাম। উত্তরে প্রভা বলেন প্যারিস। প্যারিসে কী করছেন প্রভা? এরপর ভক্তদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খেতেই পারে।

Check Also

স্ত্রী হিসেবে মোটা মেয়েরা সবচেয়ে বেশি ভালো! কেন জানেন?

স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে শতকরা ৯০ শতাংশ পু'রুষেরই পছন্দের তালিকায় রোগা মেয়েরা থাকে। তাদের মধ্যে ধারণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *