Breaking News

বিষয়টা নিয়ে খুব ভয়ে আছি: দীঘি

মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শি’শুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর অভিনয় করেছেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেমসহ অসংখ্য হিট ছবিতে।

ছোট্ট সেই দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শান্ত খান। দীঘির ভাষ্য,

‘ভাবতে অবাক লাগছে পুরো একটা ছবির শুটিং শেষ করে ফেললাম। টিমের সবাই খুব আন্তরিক। তাই সুন্দরভাবেই কাজটি শেষ করতে পেরেছি। গত মাসের ২৪ তারিখ আমরা এর শুটিং শেষ করেছি। নির্মাতা শামীম আহমেদ রনি দুর্দান্ত

নির্দেশনা দিয়েছেন। সব মিলিয়ে কাজে ফেরার অ’ভিজ্ঞতাটা দারুণ ছিল।’ তিনি আরও বলেন, ‘শুটিং তো শেষ করলাম। এখন ডাবিং বাকি। খুব ভয় হচ্ছে, নায়িকা হিসেবে দর্শকদের মন কতটুকু জয় করতে পারি এই ভেবে। ছবিতে আমি আমার

সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি। তারপরও মনের মধ্যে একটা অজানা ভ’য় কাজ করছে।’ এদিকে, সম্প্রতি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’। এটি নির্মাণ করবেন সিনি ইস’লাম। আগামী মাসের মাঝামাঝিতে

এর শুটিং শুরু হবে। দীঘি বলেন, ‘আপাতত বিশ্রামে আছি। কয়েক দিনের মধ্যে আবার ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এর মধ্যে “তুমি আছো তুমি নেই” ছবিতে অ’ভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমা’র বিপরীতে অ’ভিনয় করবেন বাপ্পী চৌধুরী। তাছাড়াও আরও কিছু ছবির বিষয়ে কথা চলছে।

চূড়ান্ত হলে সবাইকে বলবো।’ এর পাশাপাশি শাপলা মিডিয়ার আরও কয়েকটি ছবির নায়িকা হিসেবে অ’ভিনয় করবেন দীঘি। ছবিগুলো নির্মাণ করবেন গুণী নির্মাতা কাজী হায়াৎ, মালেক আফসারী, এফ আই মানিক, শাহ আলম কিরণ, অ’পূর্ব রানা। খুব শিগগিরই এগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

Check Also

স্ত্রী হিসেবে মোটা মেয়েরা সবচেয়ে বেশি ভালো! কেন জানেন?

স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে শতকরা ৯০ শতাংশ পু'রুষেরই পছন্দের তালিকায় রোগা মেয়েরা থাকে। তাদের মধ্যে ধারণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *