ভেঙে গেলো ছোট পর্দার দর্শকপ্রিয় অ’ভিনেত্রী শবনম ফারিয়ার সংসার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অ’ভিনেত্রী নিজেই। আড়াই বছরের স’ম্পর্ক ভেঙে দিয়ে শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে ফারিয়া লেখেন, আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না!



ফেসবুকে ফারিয়া লেখেন, ‘মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। কখনও বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়! আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না!’



তিনি আরো লেখেন, আমা’র মা সব সময় একটা কথা বলে, ‘‘আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আম’রা শুধু চেষ্টা করতে পারি!’ ঠিক সেভাবেই আমি আর অ’পু অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে! কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়! ‘মানুষ কি বলবে’ ভেবে নিজেদের উপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আম’রা! ‘জীবনটা অনেক ছোট, এতো ক’ষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার?’ এইটা ভেবে আম’রা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আম’রা আর একসাথে থেকে ক’ষ্টে থাকতে চাই না! তাও বছর খানেক সময় নিয়েছি পরস্পরকে বুঝতে! ফাইনালি ‘আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন’ ভেবে আম’রা আমাদের প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারো ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি।’’



ফেসবুকে ফারিয়া লেখেন, ‘বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসার বিচ্ছেদ নেই! বন্ধুত্বের বিচ্ছেদ নেই! যতদিন বেঁচে আছি আমাদের ভালোবাসা ও বন্ধুত্ব থাকবে! শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের স’ম্পর্কের ইতি টেনে নিলাম! এ ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে কিন্তু জীবন তো থেমে থাকবে না!’



তিনি লেখেন, ‘অ’পুর জন্যে আমা’র অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভ কামনা। আম’রা যে সুখের জন্যে আলাদা হলাম আম’রা যেন সে সুখ খুঁজে পাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দয়া করে ‘মিডিয়ার বিয়ে টেকে না’ ধরনের কথা বলে আমাদের জন্যে আমাদের সহকর্মীদের ছোট করবেন না! আম’রা সম্পূর্ণ ‘পারিবারিক কারণে’, পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতেই বিয়ের মতো ইনস্টিটিউশন থেকে বের হয়ে এসেছি! আমাদের কখনও ভালোবাসা কিংবা বিশ্বা’সের অভাব ছিল না, হবেও না! আর আমা’র প্রিয় সাংবাদিক ভাই/বোনদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, দয়া করে একটু মানবিকতার সাথে বিষয়টা দেখবেন! প্লিজ!’



ফারিয়া লেখেন, ‘দুজন মানুষের বিবাহ বিচ্ছেদ মানে, দুইটা পরিবারের বিচ্ছেদ, অনেক স্মৃ’তির বিচ্ছেদ! অনেক ভালো সময়ের সাথে বিচ্ছেদ এইটা কারো জন্য সুখকর অনুভূতি না! দয়া করে মুখরোচক অদ্ভুত সংবাদ প্রকাশ করে আমাদের আর বিব্রত করবেন না! আম’রা একে অন্যের উপর সম্পূর্ণ সন্মান বজায় রাখতে চাই! ধন্যবাদ! অ’পু-ফারিয়া।’