ভাঙল শবনম ফারিয়া-অ’পুর সংসার।বিয়ের ঠিক আড়াই বছরের মা’থায় সংসার জীবনের ইতি টানলেন এই দম্পতি।নিজ ইচ্ছায় ২৭ নভেম্বর বিচ্ছেদ পত্রে সই করেন দুজনে।



কারণ হিসেবে শবনম ফারিয়া জানান,উল্লেখযোগ্য কোনো কারণ নেই এই বিচ্ছেদের পেছনে।ফলে একে অ’পরের প্রতি কোনো অ’ভিযোগও নেই।দুজনেই চেয়েছেন নিজেদের মতো ভালো থাকতে।



শবনম ফারিয়া গণমাধ্যমকে বলেন,‘আম’রা ভালোবেসে বিয়ে করেছি।অনেক প্ল্যান ছিল এই সংসার ঘিরে।কিন্তু নানাবিধ কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি।ফলে আম’রা দুজনে মিলেই দলছুট হওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছি।’



শবনম ফারিয়া তার ফেসবুক পেজেও তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।



ছবি: ফেসবুক থেকে নেয়া



গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অ’ভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অ’পু।এদিন নৌকায় ভেসে ভেসে পরীর বেশে বিয়ের আসরে হাজির হলেন নববধূ শবনম ফারিয়া!অন্যদিকে একই সময়ে লেকের পাড় ধরে ঘোড়ার গাড়িতে চেপে এলেন বর হারুন অর রশিদ অ’পু।এমন নান্দনিক বিয়ের আয়োজন এর আগে কোনো শিল্পীকে ঘিরে হয়নি আগে।মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার গভীরে,নয়নাভিরাম ‘জল-জোছনা’য় উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত হয় এটি।



২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অ’পুর পরিচয় হয়।দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়।তিন বছর পর বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটিবদল হয় তাদের।