Breaking News

১২ বছর আগে হা’রিয়ে যাওয়া সোনার আংটি মি’লল ক্ষে’তের গাজরে!

যুক্তরাজ্যের সমা’রসেটের টওনটনের বাসিন্দা ৬৯ বছর বয়সী লিন কিচ নিজে’র বাগানে উৎপাদিত সবজি পরি’ষ্কার ক’রতে গিয়ে খুঁজে পেয়েছেন ১২ বছর আগে হারিয়ে যাওয়া আংটি।

এটি ছিলো তার ৪০তম জ’ন্মদিন উপলক্ষে তার স্বামীর উপহার। আংটিটি হারিয়ে ফে’লে ছিল তাদের কন্যা। এই দম্পতি মনে করছেন গাজরটি আংটিটির ভেতর দিয়েই বেড়ে উঠেছে। লিন কিচ বলেছেন কোটিতে একবার এমন ঘ’টনা ঘ’টে।

তিনি বলেন, ‘ডেভ (তার স্বামী) গাজরগুলো মাটি খুড়ে বের করেছিলো। এবং তারপর সে এগুলো পেছনের দরজার বাইরে রেখে যায়। আমি এগুলো থেকে সবুজ অংশ গুলো ছেটে ফেলি এবং গাজরগুলো ধোয়ার সময় বলে উঠি, এটা কি! হার ইশ্বর! এটাতো আমা’র আংটি!

মাস্ক খুললেই ক’রোনার ঝুঁ’কি বাড়ে ২৩ গুণ

ক’রোনাভা’ইরাসেের সং’ক্র’মণ ঠে’কাতে ভ্যাকসিন আসার আগে মাস্ককেই প্রধান ও শ’ক্তিশালী অ’স্ত্র হিসেবে দেখছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তাই সং’ক্র’মণ ঠে’কাতে মাস্ক ব্যবহারের

কথা বারবার বলে আসছেন তারা। এবার এক গবে’ষণায় দেখা গেছে, মাস্ক পরা আর না পরা- এই দুই অবস্থায় পার্থক্য আকাশ-পাতাল। মাস্ক না পরা থাকলে ক’রোনা সং’ক্র’মণের সম্ভাবনা ২৩ গুণ বেড়ে যায়।

এদিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে ৪ লাখ ৮০ হাজার মানুষ ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর মধ্যে শুধু ইউরোপের

দেশগুলোতেই আ’ক্রান্ত হয় ২ লাখের বেশি। এ নিয়ে বিশ্বে মোট রো’গীর সংখ্যা ৪ কোটি ২১ লাখ ছাড়িয়ে গেছে। ক’রোনায় মা’রা গেছেন ১১ লাখ ৪৪ হাজার।

ভারতে হু-হু করে বাড়ছে সং’ক্র’মণ। রো’গীর সেবা নিশ্চিত করতে দেশটির পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ক’রোনা রো’গীর চিকিৎসায় রেমডেসিভির অনুমোদন দেয়া হয়েছে। খবর বিবিসি, এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির এক গবে’ষণায় দেখা গেছে, হাঁচি বা কাশির পর বাতাসে ড্রপলেট ছড়ানোর মাধ্যমে ‘কফ ক্লাউড’ তৈরি হয় এবং তা ৫ থেকে ৮ সেকেন্ড

থাকে। মাস্ক পরা না থাকলে এর মাধ্যমে ক’রোনা সং’ক্র’মণ দ্রু’ত ছড়িতে পড়তে পারে। তবে ওই সময়ের পর আর বাতাসে ভাসমান অবস্থায় থাকতে পারে না ড্রপলেট।

যুক্তরাষ্ট্রের রো’গ নি’য়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড এ প্রস’ঙ্গে বলেন, ক’রোনার বিস্তার প্রতিরোধে ভ্যাকসিনের চেয়েও শ’ক্তিশালী সুরক্ষা দেবে মাস্ক। তিনিবলেন, তাদের কাছে বিজ্ঞানসম্মত প্রমাণ রয়েছে যে ক’রোনায় মাস্কই সবচেয়ে ভালো সুরক্ষা প্রদান করছে।

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের ত’থ্য অনুযায়ী, বিশ্বে ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হয়েছেন ৪ কোটি ২১ লাখ ১৭ হাজার ৬৮৫ জন। মা’রা গেছেন

১১ লাখ ৪৪ হাজার ৪৫৪ জন। অবস্থা আ’শঙ্কাজনক ৭৫ হাজার ১৫৮ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ১২ লাখ ৪০ হাজার ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আ’ক্রান্ত হয়েছেন রেকর্ড ৪ লাখ ৭৯ হাজার ৩১২ জন, মা’রা গেছেন ৬ হাজার ৪৭২ জন।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মা’র্কিন যুক্তরাষ্ট্রে মোট আ’ক্রান্ত ৮৬ লাখ ৬৪ হাজার ৩৮৫ জন, মা’রা গেছেন ২ লাখ ২৮ হাজার ৪২৩ জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট রো’গী ৭৭ লাখ ৬৩ হাজার ৬৭ জন, মৃ’ত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩৭০ জনের।

বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আ’ক্রান্ত ৫৩ লাখ ৩২ হাজার ৬৮৫ জন, মা’রা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৯৫৬ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রো’গীর সংখ্যা ১৪ লাখ ৮০ হাজার ৬৪২ জন, মা’রা গেছেন ২৫ হাজার ৫২৫ জন। পঞ্চম স্থানে স্পেনে ১০ লাখ ৯০ হাজার ৫৪৬ জন, মা’রা গেছেন ৩৪ হাজার ৫২১ জন।

যুক্তরাষ্ট্রে রেমডেসিভির অনুমোদন : গিলিয়েড সায়েন্সেসের ভাই’রাস প্রতিরোধী ও’ষুধ রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন

(এফডিএ)। কো’ভিড-১৯ রো’গের চিকিৎসায় হাসপাতালে ভর্তি রো’গীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য বৃহস্পতিবার এফডিএ ও’ষুধটির অনুমোদন দেয়। এফডিএর এই পদক্ষেপের পর

যুক্তরাষ্ট্রে কো’ভিড-১৯ চিকিৎসায় অনুমোদন পাওয়া প্রথম ও একমাত্র ও’ষুধ হল রেমডেসিভির। ও’ষুধটি শিরায় দেয়া হয়। মা’র্কিন প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্পের ক’রোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করা হয়েছিল।

Check Also

স্ত্রী হিসেবে মোটা মেয়েরা সবচেয়ে বেশি ভালো! কেন জানেন?

স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে শতকরা ৯০ শতাংশ পু'রুষেরই পছন্দের তালিকায় রোগা মেয়েরা থাকে। তাদের মধ্যে ধারণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *