পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো স্ত্রী! প্রবাসী স্বামীর উরাধুরা মাইর৷ ঘটনাটি ঘটেছে ভৈরবের কুলিয়ারচর ব্রিজে৷ জানা গেছে ওমান প্রবাসী স্বামী জিসান মিয়া দুই বছর আগে বিয়ে করেন পাশের গ্রামের আয়শা বেগমকে৷



তাদের বাড়ি কুমিল্লাতে৷ স্বামী জিসান মিয়া ওমানে থাকেন এই সুযোগে স্ত্রী আয়শা বেগম বিভিন্ন পুরুষের সাথে পরকীয়া করেন৷ গতকাল পরিকল্পনা করে পরকীয়ার সময় ভৈরবের কুলিয়ারচর ব্রিজের উপর থেকে স্ত্রীকে হাতেনাতে ধরে ওমান প্রবাসী স্বামী৷



এর আগে স্বামী বিদেশে গিয়ে নিজের স্ত্রী’কে পরিক্ষা করার জন্য ভূয়া(রাজা) নামে একটি ফেসবুক আইডি খুলে এবং সেই আইডি দিয়েই তার নিজের স্ত্রীর সাথে নিজেকে একজন ভিন্ন পুরুষ হিসাবে পরিচয় দিয়ে কথা বলা শুরু করে৷ এরপরই বেরিয়ে আসতে থাকে স্ত্রীর আসল রূপ৷



নিজের স্বামী যে কিনা নিজের পরিচয় গোপন করে ভূয়া পরিচয় দিয়ে তাকে পরিক্ষা করতে চেয়েছিল সেই স্বামীর সাথেই জড়িয়ে পড়ে পরকীয়া প্রেমে৷ পরবর্তীতে নিজের প্রবাসী স্বামীকে বাদ দিয়ে নতুন প্রেমিককে বিয়ে করার শর্ত হয় তাদের মধ্যে৷ এক সময় তারা সিদ্ধান্ত নেয় তারা দুজন দেখা করবে৷ প্রবাসী স্বামী বুদ্ধি করে দেখা করার জন্য এমন একটা সময় ঠিক করেন ,



যে সময়ে তিনি বিদেশ থেকে বাড়িতে এসে তার স্ত্রীর সামনে হাজির হতে পারবেন৷ পরিকল্পনা মতই কাজ হয়েছে৷ পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে এসে নিজের স্বামীকে দেখে মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে স্ত্রীর৷



তবে স্ত্রীকে হাতেনাতে ধরার পর সবার সামনে উরাধুরা মাইর দেয় প্রবাসী স্বামী৷ বিষয়টিকে ভিন্ন ভাবে দেখছেন দেশের নেটেজেন’রা৷ এ নিয়ে নেটিজেন’রা লেখালেখিও শুরু করে দিয়েছেন৷ অনেকে বলছেন, এই ভদ্র মহিলার সঙ্গে প্রতারণা করা হয়েছে৷ একজন মানুষের দূর্বলতার জেনে সেই দূর্বলতাকে কাজে লাগিয়ে প্রবাসী স্বামী যে কাজটা করেছে এটা কখনও ঠিক হয়নি৷ মেয়েদের লোভ একটু বেশি৷ সেখানে দূর্বলতা জেনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এভাবে ডেকে এনে সাধারণ জনগণের সামনে এক নারীর শরীরে হাত দেওয়া শাস্তিযৌগ্য অপরাধ৷ওই প্রবাসীর শাস্তি হওয়া উচিৎ৷



এই বিষয়ে শান্ত খান নামের একজন স্ট্যাটাস দিয়ে লিখেছেন,”দেখেন দোষ সবারই কম বেশি আছেই! এই প্রবাসী স্বামী দিনের পর দিন এই নারীকে বিভিন্ন কিছুর লোভ দেখিয়েছে! টাকা পয়সা ইত্যাদি সাথে ভাল ভাল বিভিন্ন কথা বলে মেয়েটির সরলতার সুযোগ নিয়েছে৷ একজন স্বামীর মন মানসিকতা কতটা নিচু হলে নিজের স্ত্রীর সাথে এভাবে ছলনা করতে পারে একবার ভেবে দেখেছেন?



আনু নামের এক তরুণী লিখেন,এখানে বউয়ের কোন দোষ নেই৷স্বামী মেয়েটিকে প্রেমে পড়তে বাধ্য করেছে৷আর বউ হয় তো জানতো ওর স্বামীই এটা করছে তাকে জানার জন্য৷তাই হয় তো তার স্বামীকেই ধরার জন্য স্ত্রী প্রেমের অভিনয় করছে৷



প্রতিবেদকের কথা- প্রবাসী এই স্বামী এবং তার স্ত্রীর সাথে যে ঘটনাটি ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে৷ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি! আপনারা সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন৷