ঢাকা: বাজারে এখন সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায়। আর তুর্কি পেয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা পাল্লা দরে। আজ দেশি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা পাল্লা দরে। পাশাপাশি আদা ও রসূনে দাম স্থিতিশীল রয়েছে। আদা ৮০-১২০ এবং রসুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।



শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দ্রব্যমূল্যের এ তথ্য জানা যায়। রাজধানীর অন্যতম এ কাঁচা বাজারে টাটকা সবজি পেতে খুচরা ও পাইকারি বিক্রেতারা ছুটে আসেন। প্রতি শুক্রবার কাওরান বাজার থেকে সবজি কিনেন ঢাকা বসবাসকারী অনেক চাকরিজীবী ও পেশাজীবী মানুষ। তাদের একজন মেহেরপুরের সহকারি শিক্ষা কর্মকর্তা জুবায়ের বলেন, স্ত্রী সন্তানরা ঢাকা থাকে আর আমি মেহেরপুরে সরকারি চাকরি করার কারণে প্রতি সপ্তাহের বাজার কাওরান বাজার থেকে করি। শাক-সবজি তাজা পাওয়া যাওয়ায় আমি শুক্রবার ৭-৮টার দিকে বাজারের চলে আসি।



সবজির দাম কেমন দেখলেন জিজ্ঞাসা করলে তিনি জানান, গ্রামের মত ঢাকায়ও ফুলকপি ও বাঁধাকপি ১০-১৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে আকার ভেদে তা ৫ থেকে ১০ টাকা বেড়ে যাচ্ছে। মোটামুটি ভাবে বলা যায়, বাজারে স্বস্তি বিরাজ করছে।



বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে নতুন আলু ২০ থেকে ২২ টাকা, গাজর ২০-২৫ টাকা কেজি, প্রকার ও মানভেদে শিম ও বেগুন ২৫-৩০, কাঁচা টমেটো ২০ থেকে ২৫ টাকা ও পাকা টমেটো ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



অপরদিকে, সয়াবিন তেল লিটার ৮০ থেকে ১০০ টাকা, মশুর ডাল কেজি ৬০ থেকে ৯০ টাকা, মুগ ডাল ৯০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ সপ্তাহেও ডিম বিক্রি হচ্ছে প্রতিহালি ৩২ থেকে ৩৫ টাকায়, চিনি ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



দেশী জাতীয় মাছের সরবরাহ বেড়েছে। নদী, নালা, খালবিল ও হাওরের মাছ আসছে ঢাকায়। ইলিশ বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকায়। এছাড়া ছোট সাইজের প্রতিজোরা ইলিশ ৬০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। এছাড়া রুই মাছ ২২০ থেকে ২৫০ টাকা, চিংড়ি বড় ৬০০-১২০০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৪০ টাকা, টাকি ২০০ টাকা, পাবদা ৩০০ টাক, বোয়াল ২৫০ টাকা কেজি দরে কেজি বিক্রি হচ্ছে।



পূর্বর ন্যায় গরুর মাংস প্রতিকেজি ৪৮০ থেকে ৫০০ টাকা, খাসীর মাংস প্রতিকেজি ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।



মোটা চাল স্বর্ণা ও চায়না বিক্রি হচ্ছে ৩৮-৪২ টাকায়। এ ছাড়া উন্নত মানের সরু মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৫৫-৬৪ টাকায়। মাঝারি মানের পাইজাম ও লতা ৪৬-৫০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে।