Breaking News

তামিমকে ছাড়িয়ে যুবা তামিম, সাকিবের পাশে সাকিব

তানজিদ হাসান এবং তানজিম হাসান। দু’জনের নামের শেষে বাংলাদেশ ক্রিকেটের সেরা দুই তারকার নাম যুক্ত। একজন তানজিদ হাসান তামিম। অন্যজন তানজিম হাসান সাকিব। নাম দেখে মনে হতে পারে দুই ভাই। বাবা-মা শখ করে দু’জনের নামের শেষে দেশ সেরা দুই ক্রিকেটারের নাম জুড়ে দিয়েছেন। কিন্তু তারা দুই ভাই নন! তবে ভাই কিংবা বন্ধুর মতোই! বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একসঙ্গে খেলেন। বাংলাদেশ ওপেনার তামিমের মতোই ব্যাট করেন যুবা তামিম। সাকিবের মতো বোলার তানজিম সাকিব।এর মধ্যে ওপেনার তামিমের এক রেকর্ড ভেঙেছেন অনূর্ধ্ব-১৯ দলের তামিম। তিনি ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার খেলেছেন ১১৭ রানের এক ইনিংস। দলকে তুলেছেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের তিনজনের সেঞ্চুরির রেকর্ড ছিল। তারা হলেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন এবং লিটন দাস। চতুর্থ টাইগার যুবা হলেন তানজিদ তামিম। এদের মধ্যে তামিম ইকবালের রান ছিল সর্বোচ্চ ১১২। তানজিদ তামিম সেটা ছাড়িয়ে এবার ১১৭ করেছেন। তার সেঞ্চুরিতে দল ২২৪ রান তোলে।

২০০৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এমনই এক ত্রিদেশীয় সিরিজে সেঞ্চুরি করেন ১৬ বছর বয়সী তামিম। দারুণ এই ইনিংস খেলতে আজকের তামিম মাত্র ৭১ বল নেন। চার মারেন ১৩টি। ছক্কা তোলেন ছয়টি। বাংলাদেশ ক্রিকেটে একজন সেবাগ কিংবা জয়সুরিয়া যে আসছেন তামিম ওই ইনিংস খেলেই সেই বার্তা দেন।তানজিদ তামিমের মতো রেকর্ড গড়তে পারেননি আরেক যুবা তানজিম সাকিব। তবে সাকিবের মতোই এক কীর্তি গড়েছেন এই তরুণ। দলকে ফাইনালে তুলতে বল হাতে তিনি নিয়েছেন ৩ উইকেট। ১৪ বছর আগে তামিমের সেঞ্চুরি করা ওই ম্যাচে সাকিব আল হাসান নেন ৩ উইকেট। ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দেন তিনি। এবার তানজিম সাকিবও ইংল্যান্ড যুবাদের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন। কাকতালীয় এমন অনেক কিছুই হয়। অনেক কিছুই মিলে যায় তারকাদের সঙ্গে। তানজিদ-তানজিমের তাই আসল মিলটা ঠিক জায়গায় এসে দেখাতে হবে।

তানজিদ হাসান এবং তানজিম হাসান। দু’জনের নামের শেষে বাংলাদেশ ক্রিকেটের সেরা দুই তারকার নাম যুক্ত। একজন তানজিদ হাসান তামিম। অন্যজন তানজিম হাসান সাকিব। নাম দেখে মনে হতে পারে দুই ভাই। বাবা-মা শখ করে দু’জনের নামের শেষে দেশ সেরা দুই ক্রিকেটারের নাম জুড়ে দিয়েছেন। কিন্তু তারা দুই ভাই নন! তবে ভাই কিংবা বন্ধুর মতোই! বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একসঙ্গে খেলেন। বাংলাদেশ ওপেনার তামিমের মতোই ব্যাট করেন যুবা তামিম। সাকিবের মতো বোলার তানজিম সাকিব।এর মধ্যে ওপেনার তামিমের এক রেকর্ড ভেঙেছেন অনূর্ধ্ব-১৯ দলের তামিম। তিনি ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার খেলেছেন ১১৭ রানের এক ইনিংস। দলকে তুলেছেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের তিনজনের সেঞ্চুরির রেকর্ড ছিল। তারা হলেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন এবং লিটন দাস। চতুর্থ টাইগার যুবা হলেন তানজিদ তামিম। এদের মধ্যে তামিম ইকবালের রান ছিল সর্বোচ্চ ১১২। তানজিদ তামিম সেটা ছাড়িয়ে এবার ১১৭ করেছেন। তার সেঞ্চুরিতে দল ২২৪ রান তোলে।

২০০৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এমনই এক ত্রিদেশীয় সিরিজে সেঞ্চুরি করেন ১৬ বছর বয়সী তামিম। দারুণ এই ইনিংস খেলতে আজকের তামিম মাত্র ৭১ বল নেন। চার মারেন ১৩টি। ছক্কা তোলেন ছয়টি। বাংলাদেশ ক্রিকেটে একজন সেবাগ কিংবা জয়সুরিয়া যে আসছেন তামিম ওই ইনিংস খেলেই সেই বার্তা দেন।তানজিদ তামিমের মতো রেকর্ড গড়তে পারেননি আরেক যুবা তানজিম সাকিব। তবে সাকিবের মতোই এক কীর্তি গড়েছেন এই তরুণ। দলকে ফাইনালে তুলতে বল হাতে তিনি নিয়েছেন ৩ উইকেট। ১৪ বছর আগে তামিমের সেঞ্চুরি করা ওই ম্যাচে সাকিব আল হাসান নেন ৩ উইকেট। ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দেন তিনি। এবার তানজিম সাকিবও ইংল্যান্ড যুবাদের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন। কাকতালীয় এমন অনেক কিছুই হয়। অনেক কিছুই মিলে যায় তারকাদের সঙ্গে। তানজিদ-তানজিমের তাই আসল মিলটা ঠিক জায়গায় এসে দেখাতে হবে।

Check Also

এই ছোট্ট মেয়ে পেলেন বিশ্বের সেরা সুন্দরী শিশুর শিরোপা, রইল তার আসল পরিচয়

নীল চোখের ছোট্ট পরী সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জন্মানোর পর থেকেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *