Breaking News

সোশ্যাল মিডিয়ায় নিজেই জা’মা তুলে খালি পেটে দেখালেন ‘সাহসী’ শ্রীলেখা

সোশ্যাল মিডিয়ায় ফের সাহসী শ্রীলেখা মিত্র। জিমে গিয়ে এক্সারসাইজ ভেস্ট কিছুটা তুলে উন্মুক্ত পেটে হাত দিয়ে ছবি পোস্ট করলেন অ’ভিনেত্রী।

ক্যাপশনে লিখলেন, ও বলছে যেতে পারি কিন্তু কেন যাব। কার উপস্থিতি ভাবাচ্ছে অ’ভিনেত্রীকে? সেই জট খুলেছেন শ্রীলেখা নিজেই। ক্যাপশনের পাশেই পরিষ্কার করে লিখেছেন, ও মানে ভুঁড়ি, সব বুঝিয়ে দিতে পারব না।

জিমে ঘাম ঝরিয়েও মেদ ঝরছে না অ’ভিনেত্রীর! তাই কি তিনি চিন্তিত? নাকি অনুরাগীদের সঙ্গে খু’নসুটির মেজাজে রয়েছেন টলিউডের অন্যতম পরিণত অ’ভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রীলেখা?

সে কথার উত্তর যদিও মেলেনি। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অ’ভিনেত্রীর পোস্টে বাড়ছে লাইক। মজা করে অ’ভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় লিখেই ফেললেন, থাক যেতে হবে না। পাশাপাশি অনুরাগীরাও কমেন্ট করে নিজেদের একই অবস্থার কথা জানাচ্ছেন অ’ভিনেত্রীকে। কেউ লিখছেন মজা করে, আবার কারো কথায় মেদ না কমা’র আফসোসের সুর।

নিজের মতো করে ভাল থাকতে ভালবাসেন শ্রীলেখা। মানুষের থেকে দূরত্ব তৈরি করেছেন। কাজের বাইরে বেশির ভাগ সময় কাটে আদরের পোষ্যদের সঙ্গে। পার্টিও করেন না অ’ভিনেত্রী। নভেম্বর মাস জুড়ে তিনি ব্যস্ত থাকবেন ওয়েব সিরিজের শুটিংয়ে। আসছেন পরিচালনাতেও।

Check Also

নোরা ফাতেহির সঙ্গে নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন সালমান খান

শেষ হয়ে গেল ‌এবারের বিগ বসের আসর। গতকাল রোববার মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন দর্শক, কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *