Breaking News

গভীর রাতে নারকেল গাছে নারী, শরীরে অদ্ভুত আঁচড়

রাত আনুমানিক সাড়ে ১০টা। একটি নারকেল গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন এক নারী। একনজর এদিক-ওদিক দেখে নিয়ে চট করে উঠে পড়েন ওই গাছে। এমন দৃশ্য দেখে ভড়কে যায় আশপাশের মানুষ, ভয়ের সঞ্চার হয় সবার মাঝে।

বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজে’লার বেগমপুরে ঘটে অদ্ভুত এ ঘটনা। রাতেই খবর পেয়ে ওই নারীকে গাছ থেকে নামিয়েছে ফা’য়ার সার্ভিস। নামানোর পর দেখা গেছে- ওই নারীর শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ।

স্থানীয়রা জানায়, উ’দ্ধার হওয়া ওই নারী একই গ্রামের হাসান আলীর স্ত্রী। তিনি নারকেল গাছের নিচেই দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ এদিক-ওদিক তাকিয়ে দ্রুতগতিতে গাছে উঠে পড়েন। এর আগে, তাকে কেউ এভাবে কোনো গাছে উঠতে দেখেনি।

মহেশপুর ফা’য়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রী রমেশ কুমা’র সাহা জানান, উ’দ্ধার হওয়া নারীর শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে- গাছে ওঠার সময় ওই আঁচড়গু’লো লেগেছে। বর্তমানে তিনি নিজ বাড়িতেই আছেন।

Check Also

নোরা ফাতেহির সঙ্গে নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন সালমান খান

শেষ হয়ে গেল ‌এবারের বিগ বসের আসর। গতকাল রোববার মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন দর্শক, কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *