Breaking News

অন্যের সঙ্গে সন্তানের তুলনা নয়

বাবা মায়ের সমর্থন এবং সহযোগীতা সন্তানের সঠিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। জীবনের প্রতিটি ক্ষেত্রে বাবা-মায়ের সঠিক পরামর্শ সন্তানের জন্য প্রয়োজন হয়। মূলত বাবা-মায়ের আসল সুখ লুকিয়ে থাকে সন্তানের সাফল্যেই। অন্যথায় সন্তানের ব্যর্থতায় বাবা-মা ভেঙ্গে পড়েন। তাইতো তারা ছোট থেকেই সন্তানকে সফল দেখার জন্য সব রকম চেষ্টা করে থাকেন।

তবে অনেক বাবা-মা একটা ভুল করেন। আর তা হচ্ছে, সুসময়ে তারা সন্তানকে বাহবা দিলেও দুঃসময়ে তার প্রতি সার্পোট না দিয়ে উল্টো সফলদের সঙ্গে তুলনা করেন। বলুন তো, তবে সে কার কাছে সান্তনা পাবে? তাই সন্তানের খারাপ সময়ে তাকে তিরস্কার না করে সাহায্য করুন।

তার প্রতি ধৈর্য দেখান, তাকে বোঝান এই ব্যর্থতা সাময়িক, সামনে অনেক পথ পড়ে আছে। তার যে মেধা এটার সঠিক ব্যবহারে ভবিষ্যতে সে কাঙ্খিত সাফল্য অবশ্যই অর্জন করবে। আপনার এবং সবার সুনাম বৃদ্ধি করা এই সন্তানের পক্ষেই সম্ভব।

পরিবারের সমর্থন যদি সন্তানের সঙ্গে থাকে, ভবিষ্যতে সে ভালো কিছু করে দেখাবে। সমর্থন না থাকলে সে হতাশ হয়ে যাবে। আর এটা হলে আপনার এবং সন্তানের জন্য ভালো কিছু হবে না।

Check Also

ডায়াপার ব্যবহারে শিশুর যেসব ক্ষতি হয়

শিশুর ডায়াপার ব্যবহারের যেমন সুবিধা রয়েছে। তেমনিই আবার অসুবিধাও রয়েছে। শিশুর কোমল সংবেদনশীল ত্বক যখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *