নাটোরের লালপুর উপজেলা সদরের বাজারে ১৫ কেজি ওজনের বোয়াল মাছ বিক্রি হলো ২১ হাজার ২৫ টাকায়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া জেলার রাইটা ঘাট এলাকায় পদ্মা নদীতে লালন আলী (২৮) নামের এক জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। লালন আলীই বিকেলে মাছটি লালপুর বাজারে নিয়ে আসেন।






মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। ডজনখানেক ক্রেতা মাছটি কেনার জন্য দাম হাঁকেন। তাঁদের মধ্যে আসিরুল ইসলাম নামের স্থানীয় এক আড়তদার বোয়াল মাছটি কিনে নেন।






জেলে লালন আলী জানান, বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীতে জাল ফেলে অপেক্ষা করছিলেন তিনি। ঘণ্টাখানেক পর তার জালে ধরা পড়ে বোয়াল মাছটি।






তিনি জানান, কয়েক দিন ধরে তার জালে মাছ উঠছিলো না। এ জন্য তিনি সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। সৃষ্টিকর্তা তাকে কৃপা করেছেন বলে এ সময় তিনি শুকরিয়া আদায় করেন।






এ সময় মাছটির ক্রেতা আসিরুল ইসলাম বলেন, বোয়াল মাছটি তিনি প্রায় দেড় হাজার টাকা কেজি দরে কিনেছেন। এখন দুই হাজার টাকা কেজি দরে বিক্রি করবেন বলে আশা করছেন।